এবারে আগুন নিভতে দেওয়া যাবে না! জানি সময় গড়িয়ে যাবে, আমাদের প্রত্যেককে কাজে ফিরতেই হবে...কিন্তু তারপরেও দিনের শেষে আওয়াজ তুলুন। পথে নেমে হোক, মিছিলে হোক, গানে হোক, কবিতায় হোক, রীলে হোক, ছবিতে হোক, যেভাবেই হোক। এবারে প্লিজ ভুলে যাবেন না। অপরাধীদের আর অপরাধীকে আড়াল করার দোসরদেরও ভুলতে দেবেন না। এই সরকার, এই প্রশাসন আপনার আমার সবার জন্য। কোনও গুণ্ডা ক্রিমিনালের তোষামোদের জন্য নয়। ধিক্কার জানাই এমন সরকারকে , এমন প্রশাসনকে!
আর পাশাপাশি নিজের আয়নার সামনে, নিজের বিবেকের সামনেও নিয়ম করে দাঁড়াতে ভুলবেন না। নিজে না শোধরালে কোনোদিন সমাজ শুধরোয় না। আমরাই সমাজ তৈরি করি। আমরাই সরকার তৈরি করি। এটাই কঠোর বাস্তব!