অনিত্য সংসার || বুদ্ধ কীর্তন || জুসি বড়ুয়া || Jucy barua ||

অনিত্য সংসার || বুদ্ধ কীর্তন || জুসি বড়ুয়া || Jucy barua ||

258,891 Просмотров

#Onittya_songshar @jucybarua #Buddhist_song

শিল্পী- জুসি বড়ুয়া

কথা ও সুর- সংগৃহীত (পালা কীর্তন বুদ্ধ সন্ন্যাস থেকে)

বিশেষ কৃতজ্ঞতা -- পরম পূজনীয় শীলানন্দ স্থবির,
আবুরখীল ধুতাঙ্গ কুঠির,
কৃতজ্ঞতা - নয়ন বড়ুয়া(গুরু ভাই),
অনিক বড়ুয়া,(হোয়ারাপাড়া)

কীবোর্ড - সৃজন রায়
বাঁশি- প্রাণেশ ভট্টাচার্য
সংগীতায়োজন এবং রিদম - প্রীতম আচার্য্য
স্টুডিও - KS Digital
মিক্স এন্ড মাস্টার- কনক রাজবর

কোরাস- প্রিয়া ভৌমিক, সমাপ্তি বড়ুয়া পিয়া।

কাস্ট- ইপ্তি বড়ুয়া,তন্ময় বড়ুয়া লগ্ন,রিগ্যান বড়ুয়া,ইন্দ্র বড়ুয়া মুন,রিনিক বড়ুয়া,
একা বড়ুয়া,কংকা বড়ুয়া,সিমি বড়ুয়া,মিমি বড়ুয়া

এডিটর-তন্ময় বড়ুয়া লগ্ন
ভিডিও ধারন এবং সম্পাদনায় - হিমেল বড়ুয়া স্বপ্নীল
প্রোডাকশন - Frame to Frame photography & film

ডিরেক্টর ও প্রডিউসার -ইপ্তি বড়ুয়া

এরেন্জমেন্ট - ইপ্তি বড়ুয়া ( ipti's exotic gallary )

-------------------


অনিত্য সংসার মাঝে কেহ কারো নয়
ওরে আপন আপন বলো কারে সে তো আপন নয়।।

বুঝিলাম এতদিনে অনিত্য সংসার
এই সংসারে আর কিছু নাই সং মাত্র সার।।

এই যে টাকা এই যে কড়ি এই যে ঘর বাড়ি
যাবে কিরে সঙ্গে যেদিন যাবি যমের বাড়ি।।

এই যে ছেলে মেয়ে এই যে মেয়ে এই যে সাধের বউ
যাবার বেলায় সঙ্গের সাথী হবেনা রে কেউ।।

তোষকাদি খাট পালঙ্ক সব রবে পরিয়া
কেমন করে থাকবি রে ভাই মাটিতে শুইয়া।।

যেদিন রে তুই জন্মের মত ভবে বিদায় হবি
লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি।।

হাট বাজারে লোকে যেমন আগে পাছে যায়
কেহ আগে কেহ পাছে ফিরে পুনঃরায়।।

মাতা পিতা ভাই বন্ধু আত্বীয় স্বজন
পথিকে পথিকে যেমন পথের আলাপন।।

নানাপক্ষী আসে বৃক্ষে সাঝের বেলায়
সকাল হলে সেইও পাখি কোথায় উড়ে যায়।।

সকাল বেলা নানা পাখি উড়ে উড়ে যায়
সন্ধ্যা হলে সেও পাখি ফিরে পুনঃরায়

আমার আমার আমার বলো আমার কেহ নয়
দুই দিনেরি জন্যে আসা পথের পরিচয়।।

এই সংসার তো মায়ার খেলা
স্ত্রী পুত্র নয় আপনার
দুই দিনেরি জন্যে আসা
আপন আপন বলো কারে

Тэги:

#jucy_barua #jushi #এই_যে_ছেলে_এই_যে_মেয়ে #বুদ্ধ_কীর্তন #song #গান #অনিত্য_সংসার #বুদ্ধ #ধর্ম #সংঘ #ত্রিরত্ন #গাথা #gatha #piritha #india #varat #buddhist #buddha #dhamma #buddho
Ссылки и html тэги не поддерживаются


Комментарии: