আদালত কর্তৃক মৃত্যুকালীন জবানবন্দি মূল্যায়ন | Dying declaration | Section 32 of the Evidence Act

আদালত কর্তৃক মৃত্যুকালীন জবানবন্দি মূল্যায়ন | Dying declaration | Section 32 of the Evidence Act

LawTubeBD

1 месяц назад

1,747 Просмотров

অপরাধজনক কোনো কার্য সংঘটনের ফলশ্রম্নতিতে মৃত্যুমৃখে পতিত জখমী ব্যক্তি, তার এহেন পরিস্থিতি সম্পর্কে, যে বক্তব্য বা জবানবন্দি প্রদান করে থাকে, সেই বক্তব্য বা জবানবন্দিকে সাক্ষ্য আইনে বলা হয় “মৃত্যুকালীন জবানবন্দি” বা “Dying declaration”। ফৌজদারি মামলায় এরূপ মৃত্যুকালীন জবানবন্দি বা Dying declaration—এর রয়েছে একটি বিশেষ গুরুত্ব, যা প্রমাণ হলে কেবলমাত্র এমন জবানবন্দির ভিত্তিতেই অপরাধীকে দোষীসাব্যস্ত করা যায়। কিন্তু কোন প্রকারের মৃত্যুকালীন জবানবন্দিগুলোকে আদালত অকাট্য বা নির্ভরযোগ্য সাক্ষ্য হিসেবে গ্রহণ করে থাকেন, আর কোন প্রকারের মৃত্যুকালীন জবানবন্দিগুলোকে প্রত্যাখান করে থাকেন আদালত, সেই সম্পর্কে জানি না আমরা অনেকেই। সাধারণ কেউ না জানলেও দোষের কিছু নয়, কিন্তু আইন—অঙ্গনে যারা সম্পৃক্ত, বিশেষ করে আইন—শিক্ষার্থীদের তা জানতে হয় বাধ্যতামূলকভাবেই। আবার ইদানিং অনুসন্ধিৎস্যু প্রকৃতির অনেক সাধারণ ব্যক্তিও জানার আগ্রহ প্রকাশ করে থাকেন আইনের এমন খুঁটিনাটি বিষয়গুলোতে। এই সকল বিষয় উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি।

আমরা একপ্রকার নিশ্চিত যে, আইন সম্পর্কে ন্যূনতম কোনো আগ্রহ নেই কিংবা প্রয়োজন নেই, এমন কারো এই প্রকারের আলোচনায় আকৃষ্ট হওয়ার কিংবা ব্যাপৃত হওয়ার সবিশেষ কোনো কারণ নেই। তবে আমরা আশা করি, আমরা যেভাবে ৩টি ভিন্ন ভিন্ন মামলায় জখমীদের দেওয়া মৃত্যুকালীন জবানবন্দির বিষয়ে আমাদের উচ্চ আদালত কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তসহ পর্যবেক্ষণগুলো তুলে ধরেছি, তাতে আইন—শিক্ষার্থী কিংবা আইন সম্পর্কে অনুসন্ধায়ী ব্যক্তিবর্গ এপিসোডটি দেখার পর আদালত কর্তৃক মৃত্যুকালীন জবানবন্দি কিংবা Dying declaration মূল্যায়নের প্রক্রিয়া সম্পর্কে লাভ করবেন একটা স্পষ্ট ধারণা।

এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।

#LawTubeBD #dyingdeclaration #lawstudents #legaleducation #lawact #section32

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@LawTubeBD?sub_confirmation=1

আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd

Тэги:

#Dying_Declaration #Lawtubebd #Law_act #section_32_of_Evidence_of_act
Ссылки и html тэги не поддерживаются


Комментарии: